Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশন

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভিশন ও মিশন

ভিশনঃ ’সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরন ও প্রাণিসম্পদের উন্নয়ন’

মিশনঃ ’প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পুরণ।


খামার প্রতিষ্ঠার উদ্দেশ্য :

  • সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চতকরণ ও প্রাণিসম্পদের উন্নয়ন।
  • গ্রামীন পর্যায়ে খামার স্থাপনের জন্য জনগনকে উদ্বুদ্ধ করা।
  •  ক্ষুদ্র, মাঝারি খামারি ও জনগনের মাঝে বাড়ন্ত বাচ্চা বিতরণ করা।
  •  বেকার যুবক যুবতীদের পোল্ট্রি পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরী করে বেকারত্ম দূরীকরণ ।
  • খামারিদের পোল্ট্রি পালন ও জীব নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা।
  • নিরাপদ প্রানিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখা।

জনগনের মাঝে প্রদত্ত সেবা :

  • অত্র খামারে উৎপাদিন ১ দিন বয়সী মুরগীর বাচ্চা সরকারি মূল্যে বিক্রয় করা।
  •  জনগনের মাঝে সরকারি মূল্যে বাড়ন্ত বাচ্চা বিতরণ করা।
  •  গ্রামীন পর্যায়ে পোল্ট্রি খামার স্থাপনের জন্য জনগনকে উদ্বুদ্ধ করা।
  • আগ্রহী ব্যক্তিদের খামার স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
  • চলমান খামার মালিক ও পোল্ট্রি পালনকারীদের পালন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।