সেবার তালিকাঃ
১। ২ থেকে ৮০ দিন বয়সী মুরগি ও মুরগির বাচ্চা সরকার নির্ধারিত মূল্যে দেশের পারিবারিক ও প্রান্তিক খামারিদের মাঝে বিতরণ করা হয়
২। মুরগি পালনের প্রশিক্ষণ দেয়া হয়
৩। খামারিদের মধ্যে মুরগি পালন, শেড নির্মাণ, রোগ বালাই দমন, টীকা ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
৪। মুরগির রোগবালাই দমন ও স্যানিটারি ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান বিতরণ করা হয়।
যেভাবে সেবা পাবেনঃ
১। মুরগির বাচ্চা নেওয়ার জন্য অনলাইনে বা সরাসরি বুকিং দিতে পারবেন। নিচের ঠিকানা ব্যবহার করে বাচ্চা বুকিং দেওয়া যায়। বুকিং দেওয়া হলে আমাদের পোল্ট্রি টেকনিশিয়ান বুকিং তালিকা অনুযায়ী আপনাদের ফোন দিয়ে বাচ্চা ডেলিভারির তারিখ ও সময় জানিয়ে দেবেন।
অনলাইন যোগাযোগ
E-mail: manager.chapai95@gmail.com
Website: www.gpf.chapainawabganj.gov.bd
hotline & Whatsapp: 01750-329562 (রিপন কুমার, পোল্ট্রি টেকনিশিয়ান)
২। প্রশিক্ষণের জন্য নাম এন্ট্রি করতে রাখতে হবে। তাহলে প্রশিক্ষণের সময় হলে অফিস কর্তৃপক্ষ আপনার সাথে যোগা্যগ করে প্রশিক্ষণের সময় জানিয়ে দেবেন।
৩। মুরগি পালনের পরামর্শের জন্য অফিস সময়ে খামারে এসে পরামর্শ নিতে হবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস